আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মুহাম্মদ মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। বুধবার (০৪ জানুয়ারি) বিষয়টি বিভাগীয় সূত্র নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বিভাগীয় সূত্রে, প্রফেসর ড. মোস্তফা কামাল থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শাখা ছাত্রলীগ।
শোক প্রকাশ করে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি বলেন, গুণী এ প্রফেসরের মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলার নিকট দুআ করছি আল্লাহ তায়ালা যেন তার সকল আমলগুলোকে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।