কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব শেখ গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নের আওয়ালগাতী গ্রামের মৃত ইকরাম আলী শেখের পুত্র সাবেক ইউপি মেম্বার ও হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব শেখ বুধবার সকালে তার হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তিনি দুই স্ত্রী ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকষ্মিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,
সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ফারাহ প্রমুখ। বিবৃতিতে তারা তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বুধবার আছর বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।