কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও প্রথম আলো প্রত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক এর বাবা  সংবাদপত্রের প্রবীণ পরিবেশক অনিল মোদক নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ১৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কেশবপুরে প্রায় ৬০ বছর ধরে প্রথম আলো প্রত্রিকাসহ দেশের বিভিন্ন সংবাদপত্রের পরিবেশক হিসেবে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

১৬ জুন রাতে কেশবপুরের কুঠিবাড়ি শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন  ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি বাবুর আলী গোলদার, মঞ্জরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ,

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন, সহ- সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, সহ-দপ্তর সম্পাদক রবীন দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা,

মানবাধিকার বিযয়ক সম্পাদক মৃদুল সরকার, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, সহ- প্রচার সম্পাদক আব্দুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না,

প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান সহ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।