পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আগের দিন ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী নামক এলাকায় সাবেক এমপি শাহজাহান খান এবং তার সাথে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত শাহজাহান খান এর পর থেকেই চিকিৎসাধীন ছিলেন।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, গত ৪ নভেম্বর রাতে বরিশালে গণসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তার উপর যে হামলা হয়, ওই হামলায় তার কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।