কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য শিল্পপতি ও নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার নাসির উদ্দিন বিশ্বাস।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় আল্লারদর্গা সোনাইকুন্ডি ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা কবরস্থান মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

মরহুম নাসির উদ্দিন বিশ্বাস দৌলতপুর উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামের কৃতি সন্তান ছিলেন। এর আগে সোমবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন বিশ্বাস (৭৭) মারা যান। বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

আরোও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোণার পলাতক খলিলুর রহমানের মৃত্যুদণ্ড

তাড়াশে বৃক্ষরোপন ও পরিচর্যা সমিতির লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

নাসির উদ্দিন বিশ্বাস ১৯৬৭ সালে আল্লারদর্গা মাধমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭১ সালে একই কলেজ থেকে বিকম পাশ করেন। ১৯৭১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কৃষি কাজের মধ্যদিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৭২ সালে তিনি তামাক ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে আল্লারদর্গায় নাসির বিড়ি ফ্যাক্টরী গড়ে তোলেন। ১৯৭৭ সালে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে নর্থবেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১৯৯৬ সালে নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ, ২০০০ সালে রিডায়িং প্লান্ট ও বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস লিমিটেড এবং ২০০২ সালে নাসির গ্যাস ইন্ডাস্ট্রিজ নামে মোট ৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

নাসির উদ্দিন বিশ্বাস শিক্ষা, স্বাস্থ্য ও হাজার হাজার মানুষের কর্মের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি দৌলতপুর, কুষ্টিয়াতথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানব সম্পদে রুপান্তরিত হয়েছেন। দৌলতপুরবাসীর হৃদয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।