নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দাবিদার (নন গেজেটেড) আব্দুস সামাদ (৭৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় অসুস্থ জনিত কারনে তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর শুনে মর্মাহত (ইউএনও) শিফা নুসরাত ছুটে যান তাঁর পরিবারের কাছে। নেন খোঁজ খবর, জানান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত শোক বার্তায় বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা দাবিদার (নন গেজেটেড) জনাব আব্দুস সামাদ সাহেবের মৃত্যুর খবরটিতে খুবই মর্মাহত হয়েছি।কারণ মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের নাম” ক”তালিকাভুক্ত ছিল। খুব আশা ছিল উনি দ্রুতই গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা হবেন এবং ভাতা পাবেন, কিন্তু আল্লাহ সর্বত্তোম পরিকল্পনাকারী, উনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। আজ উনার পরিবারের সাথে দেখা করে বুঝতে পারলাম সত্যিই খুব অসহায় অবস্থায় আছে উনার পরিবার। বার্তায় যার যার সাধ্যমত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।