বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক, তাড়াশ উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. মো. আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। চিকিৎসকদের মতে, ফুসফুসে ক্যান্সার এবং পরবর্তীতে মাল্টি অরগ্যান ফেইলরে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পশ্চিম সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা উপজেলায় রাজনৈতিক অঙ্গন ও সুধী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য মেজর জেনারেল ডা ফসিউর রহমান।
শুক্রবার বাদ জুমআ’ তাড়াশের বিনোদপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে বিনোদপুর কবরস্থানে বাবার কবরের পাশে চিরশায়িত হবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।