ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রেজা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেজা আলীর ছেলে মিরান আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তার বাবা। অসুস্থতার কারণে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ১২টার দিকে না ফেরার দেশে চলে যান রেজা আলী জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর সিঙ্গাপুরের বিডেফোর্ড রোডের একটি মসজিদে রেজা আলীর প্রথম জানাজা হবে। পরদিন বুধবার মরদেহ ঢাকায় আনার পর বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে।

সেদিনই বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা হবে। পরদিন বৃহস্পতিবার বাদ জোহর ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে ও বাদ আসর ত্রিশালের ধনিখোলায় চতুর্থ ও পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রবীণ এই রাজনীতিবিদকে।