ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম ফরিদ উল্লাহর বাবা ও হালুয়াঘাট উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ(৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে সাথে সাথে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ ঐতিহ্যবাহী বেপারী বাড়ির সন্তান মোঃ আব্দুল কুদ্দুছ মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।