পীরগঞ্জে বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

 

স্টাফ প্রতিবেদক:

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয় আজকে সকালে নেতার মোড়ে । উক্ত সরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড ডা: এনামুল হক দুলাল । সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম । এসময় নেতার মোড়ে অবস্থিত কমরেড মনসুরুল আলমের স্মৃতি মূরাল এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সহ সবস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা জানান । স্মরণসভায় বক্তারা কমরেড মনসুরুল আলম ও কমরেড আজাদ মাষ্টার এর রাজনৈতিক জীবন ও তাদের আদর্শের কথা তুলে ধরেন এবং শেষে ১ মিনিট নীরবতা পালন করেন ।