আজ সন্ধ্যা ৭ টার দিকে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে বরিশাল কর্নকাঠি (দপদপিয়া সেতুতে) ঘটনা স্থানে নিহত হয় বাকেরগঞ্জ উপজেলার ৩ জন মোটরসাইকেল আরোহী ১ চয়ন (১৭) ২ সিয়াম আহম্মেদ কৌশিক (১৮) মোঃ রাব্বি ১৭ মোটরসাইকেল আরোহীরা বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা (রাতুল রোহান) নামক একটি বাসে সাথে মুখোমুখি সংঘর্ষে হয় নিহত হয় ২জন গুরুতর ভাবে আহত হয় রাব্বি ৩ তাকে দ্রুত শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয় ।
ঘটনা স্থানে ব্রিজের থাকা দর্শনার্থীরা তাদেরকে দ্রুত সুস্থতা নিশ্চিত করতে চাইলে তারা ২জন কে দেখে আতংকিত হয়ে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে ফারায় সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা এসে তাদের কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ নিয়ে যান।