মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মাগুরা অগ্রণী ব্যাংকের প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও শাখা প্রধান মো: নজরুল ইসলাম (৫০) গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, সোমবার অফিস শেষে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হলে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বস্থ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হওয়ায় সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।
জনাব মোঃ নজরুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে । তিনি স্ত্রী ও একমাত্র পুত্র নিয়ে ঝিনাইদহ শহরের বাড়িতে বাস করতেন বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে অগ্রণী ব্যাংক মাগুরা শাখা এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।