“গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।” — বইঃ আল্লাহর প্রতি সুধারনা
“সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো।” — আল হাদিস
“সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।” — হযরত আলী (রাঃ)
“রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।” — তিরমিজি, হাদিস নং ২৩২৮
“রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।” —- আল হাদিস
“আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।” — ইবনে সিনা
“আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারদিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।”
—ড. বিলাল ফিলিপ্স
“আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে।”
—- [শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]
“অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।” — হযরত আলী (রাঃ)
“সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।” — হযরত মুহাম্মদ (সাঃ)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।