বিখ্যাত মনীষী বা বিখ্যাত লেখকদের বাণী সাধারণত এক বা দুই লাইনের হয়। এই এক বা দুই লাইনের মহত্ব অনেক গুরুত্বপূর্ণ।এই উক্তি গুলি আপনার মনে অনুপ্রেরণা যোগাবে।
আমরা কী তা আমরা জানি, তবে আমরা কী হতে পারি, তা জানি না। — উইলিয়াম শেক্সপিয়ার
একজন মানুষ জন্মগতভাবে নয়, কর্ম দ্বারা মহান। –চাণক্য
এক অনুগত বন্ধুর দাম, দশ হাজার আত্মীয়। —ইউরিপাইডস
খারাপ সংগে থাকার চেয়ে, একা থাকা অনেক ভাল। —জর্জ ওয়াশিংটন
কাজ শেষ না হওয়া পর্যন্ত, সবসময় অসম্ভব বলে মনে হয়। —নেলসন ম্যান্ডেলা
চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না। -স্বামী বিবেকানন্দ।
তোমার দেশ -তোমার জন্য কি করেছে ,তা জিজ্ঞাসা করো না।
নিজেকে জিজ্ঞাসা করো -তুমি দেশের জন্য কি করতে পেরেছো।–জন অফ কেনেডি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।