বিখ্যাত এবং সফল ব্যাক্তিদের উক্তি গুলি আমাদের জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করে। সেটা কোনো বিখ্যাত লেখকের বন্ধুত্বের উক্তিই হোক বা কোনো খেলোয়াড়ের মোটিভেশনাল উক্তিই হোক, বিখ্যাত মনিষীদের উক্তি গুলি সর্বদাই আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে।
“সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)
“কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
“সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
“লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
“অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
“যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
“পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
“আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।