বাণী বা উক্তি মানুষকে ভালো কাজে উৎসাহিত করে। আমাদের সমাজে নানা ধরনের সমস্যা বিদ্যমান। শুধু সমাজেই না আমাদের মনের ভিতরও নানা ধরনের সমস্যা বা কুসংস্কারে ভরা। এসকল সমস্যা বা কুসংস্কার দূর করতে আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। আর শিক্ষা শুধু একাডেমিক বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বাইরেও আমাদের শিক্ষা অর্জন করা উচিত।
আর এর জন্য উচিত বেশি বেশি বই পড়া। মনীষীদের উক্তি বা মনীষীদের বাণী এইসব বই থেকেই নেওয়া হয়েছে। বইয়ের গুরুত্বপূর্ণ অংশ থেকেই বাণী বা উক্তির সংকলন। বাণী বা উক্তি আমাদের মানবিক হতে শিক্ষা দেয়। শিক্ষা দেয় বিপদে কীভাবে হাল ধরতে হয় তারও। সুতরাং আমাদের উচিত বেশি বেশি বাণী চিরন্তনী পড়া।
01. শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
-হযরত মোহাম্মদ সাঃ
02.পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
– উলিয়ামস হেডস
03. মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
রেদোয়ান মাসুদ
04. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
-শেক্সপিয়র
05. স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল।
– জন মিল্টন
06. ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে ।
-শেকসপীয়ার
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।