বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্রে এর ধরন ভিন্ন ভিন্ন। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস, লক্ষ্যের প্রতি বিশ্বাস – ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথেই আমরা পরিচিত। – কিন্তু সব ধরনের বিশ্বাসের মধ্যেই একটা ব্যাপার কমন। আর তা হল, যে কোনও বিষয়ে সাফল্যের মূল ভিত্তি এটি।
নিজের ওপর ও অন্যের ওপর, আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস করতে পারা একজন সফল মানুষের অন্যতম গুণ। ঢালাও ভাবে সবার ওপর ভরসা করা যেমন বোকামী, আবার ঢালাও ভাবে সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়।
বিশ্বাস নিয়ে উক্তি গুলো আপনাকে বিশ্বাস করার ও বিশ্বস্ত হওয়ার অনুপ্রেরণা দেবে।
. “ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন”
– সংগৃহীত
. “বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই”
– লেয়ানা ভেনজান্ট, মোটিভেটর ও লেখিকা
. “যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”
– মহাজাতক
. “বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে, এবং বন্ধু বানাবে”
– জেন ম্যাকালিস্টার, আমেরিকান লেখিকা
. “সত্যিকার বিশ্বাস সব সময়ে ধীরে ধীরে গড়ে ওঠে। এর ফলাফল যদিও জাদুর মত, কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়”
– ম্যাক রিচার্ড, বেস্ট সেলিং লেখক
. “বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে। এটা ছাড়া আর কোনও পথ নেই”
– এলিন পেরি, সফল উদ্যোক্তা
. “নিজেকে বিশ্বাস করো। ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না।“
– হেলেনা এ্যাঞ্জেল, লেখিকা
. “নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে”
– কেভিন ম্যাকোমাস, বেস্ট সেলিং লেখক ও সেলফ ডেভেলপমেন্ট কোচ
. “বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো, যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক”
– জোডি ফ্লেন, বেস্ট সেলিং লেখিকা
. “বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট ভাবে কথা বলো। এমন ভাবে, যেন মানুষ তা সহজেই বুঝতে পারে।“
– সংগৃহীত
. “একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া”
– জেন ফ্রেড. পি.এইচ.ডি, মনোবিজ্ঞানী
. “নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে। কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরী।“
– জিম ফিলিপস, সেলফ ডেভেলপমেন্ট কোচ
. “বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয়। অন্যরা তাদের বেশি পছন্দ করে, এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে”
– জয় কাগিল, লেখক
. “বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও ১০ গুণ কঠিন”
– কেভিন এ্যালেন, উদ্যোক্তা বিষয়ক লেখক
. “অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো। তোমার কি করা উচিৎ, তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না”
– ম্যাট মরিস
. “কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় – তবে সেই মানুষকে আর কখনও বিশ্বাস করো না”
– সংগৃহীত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।