এগিয়ে যাওয়ার উক্তি গুলোর মূল কথা হল পেছনে না তাকিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়া। শুধু পেছন ফিরে তাকিয়ে থাকলে অথবা এক জায়গায় থেমে থাকলে জীবনেও পিছিয়ে পড়তে হয়। জীবন একটাই আর সফল জীবনের মানেই হল শুধু এগিয়ে যাওয়ার গল্প।
আপনার জীবনটাও যেন এগিয়ে যাওয়ার আর সাফল্যের গল্প হয়ে ওঠে – সেকারণেই আমরা আজ কিছু এগিয়ে যাওয়ার উক্তি অথবা এগিয়ে যাওয়ার বাণী নিয়ে এসেছি। যাতে আপনি অতীতের গ্লানি মুছে থেমে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পান।
“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”
– আইনস্টাইন
“আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”
– ইংলিশ প্রবাদ
“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”
– সংগৃহীত
“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”
– স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)
“আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
– ওয়াল্ট ডিজনি
“গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”
– সংগৃহীত
“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”
– সংগৃহীত
“তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”
– সংগৃহীত
“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”
– ম্যানি হ্যাল (বিখ্যাত লেখিকা)
“ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”
– মাইক রোও (আমেরিকান টিভি ব্যক্তিত্ব)
“জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”
– জর্জ পিরি (সর্বকালের সেরা একজন মিক্সড মার্শাল আর্টিস্ট)
“তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ”
– সংগৃহীত
“সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”
– সংগৃহীত
“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”
– ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)
“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”
– জনি ডেপ (ইতিহাসের সফলতম অভিনেতাদের একজন)
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না”
– মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)
“মানুষ সব সময়েই ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে – সে সব সময়ে সামনে এগিয়ে যাবে”
– কনরাড হ্যাল (ফটোগ্রাফি গ্রেট)
“যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে”
– গর্ডন হিংকলি (আমেরিকান ধর্মীয় বক্তা ও লেখক)
“আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না”
– জন উডেন (বাস্কেটবল গ্রেট)
“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
– পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক)
পরিশিষ্ট:
জীবনে এগিয়ে যাওয়ার উক্তি বা বাণী গুলো আপনাকে অতীত ব্যর্থতা ও দু:খকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে – এটাই আমরা আশা করি।
জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন – মনে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা ও সাহস থাকে – তবে আপনি যা চান, তাই অর্জন করতে পারবেন।
আর সেই অর্জনের পথে অনুপ্রেরণা খুঁজে নিতে এই এগিয়ে যাওয়ার উক্তি ও বাণী গুলো যদি আপনাকে অনুপ্রেরণা দিতে পারে – তাহলেই আমাদের প্রচেষ্টা সফল।
লেখাটির বিষয়ে আপনার যে কোনও মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার সব মতামতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।