দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আকাশে মেঘের সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৫ মার্চ) আবাহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। এই নিম্নচাপ থেকে খুব বেশি প্রভাব আমাদের দেশে পড়বে না। শুধু তাপমাত্রাটা একটু বাড়তে পারে।
এই আবহাওয়াবিদ বলেন, নিম্নচাপটা এখনও সাগরে আছে, আমাদের পক্ষ থেকে খোঁজ-খবর রাখছি। আগামীকাল (৬ মার্চ) অথবা পরশু (৭ মার্চ) সাগরের নিম্নচাপটি ভূমিতে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমাদের তথ্যনুযায়ী বাংলাদেশে এর তেমন কোন প্রভাব পড়বে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।