দেশের দুই জেলায় (দিনাজপুর ও কুড়িগ্রাম) ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৪ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, গতকাল রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজারহাটে। পূর্বাভাসে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে।
তবে আজ সারাদিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৫ শতাংশ।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।