ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে প্রায় ৩ শতাধিক যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। এরমধ্যে রয়েছে অল্পকিছু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি। বাকিগুলো পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলে যাত্রীবাহী বাসের সিরিয়ালসহ অন্যান্য যানবাহনের সিরিয়াল বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ফলে ভোগান্তিতে পড়বেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন জানান, হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল সোয়া ৮টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। সকালের কুয়াশার স্থায়ীত্ব বেশি হয় না। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।