রাজশাহীত সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ দিনে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা কমেছে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, রাজশাহীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা থাকতে পারে আরো কয়েকদিন। একদিনে তাপমাত্রা কমেছে এক ডিগ্রি।

গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, তাপমাত্রা আরো কমতে পারে। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাস থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে।