ঢাকাসহ সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী ৬ ঘন্টার জন্য ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এছাড়া অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. বেগে ও অস্থায়ী ভিত্তিতে ৩০ থেকে ৪০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।