সারাদেশে গতকাল বুধবার (২০ এপ্রিল) কালবৈশাখীর ছোবলে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে চট্টগ্রাম ও বরিশালের দুইজন করে এবং একজন করে কুমিল্লা ও লক্ষ্মীপুরে।

চট্টগ্রাম: কালবৈশাখীর কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের কাছে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনায় এক কিশোরীকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বর্ণদীপ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে ফটিকছড়ির কাঞ্চননগরে গাছচাপায় মারা গেছেন রিনা আক্তার নামে এক নারী।

কুমিল্লা: কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে সিএনজি অটোরিকশার উপরে গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বুধবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ো হাওয়ায় নারিকেল গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঐ উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বরিশাল: বরিশালেরে মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঐ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।