লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল পর্যন্ত বিভিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামীকাল সকাল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুএক জায়গায় দুপুর পর্যন্ত বৃষ্টির ক্ষীণ সম্ভবনা আছে। আশা করা যায়, কাল দুপুরের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।