উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বুধবার (২১ সেপ্টেম্বর) পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আরোও পড়ুন:
মেসেজ সেন্ড করার পরেও এডিট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
দিনাজপুর বোর্ডের চার বিষয় পরীক্ষা স্থগিত
জাপানি নাগরিক কুনিও হোসি খুনের মামলায় হাইকোর্টের আপিলের রায় আজ
এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে উপকূলীয় এলাকায় গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল থাকায় মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।