কয়েক দিনের বৃষ্টিতে গরম কমেছে। স্বস্তি ফিরেছে মানুষের মনে। বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে। আগামী সপ্তাহে আবারও ভারি বর্ষণ হতে পারে।
এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার আবহাওয়া অধিদপ্তর একইসঙ্গে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা থাকবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরোও পড়ুন:
আসছে পদ্মা সেতুর ১৫ বগি, ওয়াফাইসহ থাকছে যেসব সুবিধা
ইরানের প্রতিবাদে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র
ইউজিসি বার্ষিক মূল্যায়নে ১৯ ধাপ এগিয়েছে কুবি
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।