রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। কুয়াশয়া আর প্রচন্ড ঠান্ডায় থরথর করে কাঁপছে নগরবাসী। ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল কমে গেছে। গাড়িচালকরা হেড লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন ধীরগতিতে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর উত্তরা, গুলশানসহ বিভিন্ন এলাকার সড়কে এমন চিত্র দেখা গেছে। ঘুরে দেখা যায়, কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা। সকালে কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। সড়কে কম গাড়ির পাশাপাাশি যাত্রীও ছিল খুবই কম। পথচারীদেরও আনাগোনা দেখা যায়নি তেমন।
আরোও পড়ুন:
বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি অফ মালয়েশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ব্রিকফিল্ড এর কমিটি গঠনের পূর্বপ্রস্তুতি সভা আয়োজন
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।