আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দেশের উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
গতকাল সোমবার (১৬ মে) ঢাকায় বৃষ্টি না হলেও আজ মঙ্গলবার (১৭ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টি না থাকলেও আকাশের মেঘের আনাগোনা রয়েছে।
ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মূলত রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে।
এসময় ঢাকা খুলনা বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি, অন্যান্য বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হয়েছে। সোমবার সবচেয়ে বেশি ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। অন্যদিকে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় সোমবার দেশের ৪ জেলায় মৃদু তাপপ্রবাহ হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।