আজ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৭ মার্চ) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল- এ তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হলেই কিছুটা ঝড়ো হাওয়াসহ বাতাস হবে। এদিকে দেশের আট বিভাগের মধ্যে চার বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোয় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সাগরে কোনো সতর্ক সংকেত জানায়নি।
এর আগে, গতকাল শনিবার (২৬ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।