দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী, নওগাঁ, চুয়াডাঙ্গা, নীলফামারী জেলায় বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা।
এ ছাড়া নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানান, পঞ্চগড়সহ এই চার জেলায় আরো তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে।
আগামী সপ্তাহে শীত আরো বাড়বে। তখন আরো কয়েকটি অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঘন কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা কমছে না। আবার দিনের বেলা তাপ বিকিরণের সুযোগ না থাকায় এ সময়ও ঠান্ডা অনুভূত হচ্ছে।
আগামী ৬ জানুয়ারির মধ্যে কুয়াশা অনেকটা কেটে যেতে পারে। এ সময় সারা দেশের তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে থাকবে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর সঙ্গে নতুন করে কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।