পাইকগাছার বিরাশি গ্রামের মেয়ে আফসানা নাঈমা হাসান রিয়া সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস ফলাফলে সহকারী সার্জন হিসেবে চুড়ান্তভাবে নিয়োগের জন্য শুপারিশ প্রাপ্ত হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায় রিয়া অত্যন্ত মেধাবী ও অধ্যাবসায়ী ছিল। সে ২০০৯ সালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয় এবং ২০১১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন সিজিপিএ ৫ অর্জন করে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮৮ তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সম্প্রতি প্রকাশিত এফসিপিএস পার্ট-১ কোসের শিক্ষার্থী হিসেবেও মনোনীত হয়েছে সে ।

খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন বিরাশি গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি অডিট (একাউন্টস অফিসার) মোঃ আবুল হোসেন ও শের-এ-বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুলনা সদর রেশমা পারভীনের মেয়ে। রিয়া আত্মীয়- স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন,অপরিচিতজন সহ এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন।