অয়ন। সরকার | ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়ায় কিটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা যায়,গত ২৩ শে জুলাই পারিবারিক কোলাহের জেরে উপজেলার গোনালী গ্রামের হাবিবুর জোয়াদ্দারের স্ত্রী দুই সন্তানের জননী প্রিয়া (২৬) ঘরে থাকা কিটনাশক পান করে।
পরে তাকে মুমূর্ষ অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে, লাশের সুরাতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।