নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের, ইতনা গ্রামের বার পাড়ার মৃত:সামাদ শেখ এর লম্পট ছেলে হাবি শেখ (৭০) কতৃক এক ই ইতনা ইউনিয়নের, ইতনা গ্রামের চর পাড়ার ১৪ বছরের এক নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

 

ধর্ষিত ৭ম শ্রেণী পড়ুয়া ওই নাবালিকা মেয়ে বলেন চেয়ারম্যান টগর এর ইট ভাটার পাশে বাড়ি রত্না বেগম কে দিয়ে ধর্ষক হাবি শেখ আমাকে ডেকে নিয়ে যায় । এবং গত ২৫ এপ্রিল ২০২১ তারিখ পাংখার চর একটি কলা বাগানে নিয়ে আমাকে তিন বার ধর্ষণ করে।

 

উল্লেখ্য যে, হাবি শেখ এর বাড়িতে এখনো দুই টি স্ত্রী আছে বলে জানা যায়। ধর্ষিতার মা সালমা বেগম বলেন থানায় অভিযোগ দিয়েছি কিন্তু কোন বিচার পায়নি। অবশেষে হাবি শেখ এর অত্যাচারে আমার নাবালিকা মেয়েকে বিবাহ দিয়েছি ডিগ্রির চরের আনোয়ার এর ছেলে সজল এর সাথে।

 

ডিগ্রির চরের গ্রাম্য পুলিশ তাহের এর ভাতিজা সজল।এই নাবালিকা মেয়ের বিবাহ বিষয়ে তাহের কে জিজ্ঞাসা করলে তাহের বলেন আমি এই বিবাহ বিষয় কিছু ই জানিনা।