স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামে এক নারী। কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালের গাইনি ডাক্তার শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে এই চার শিশুর জন্ম হয়।
জন্ম নেওয়া চার নবজাতকের দুজন ছেলে ও দুজন মেয়ে। তবে তারা এখনও বিপদমুক্ত নয়। তারা বর্তমানে কুমিল্লা মডার্ন হসপিটালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) আছে।
ডা. শাহিদা আক্তার রাখি বলেন, ‘স্বাভাবিক ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। প্রসূতি সাদিয়া আক্তারও সুস্থ আছেন। কোনও রকম সিজার ছাড়াই চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কিনা শুনিনি। তার আগে আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলিভারি করেছি। আমি নিয়মিত তাদের খোঁজ খবর রাখছি। চার শিশুর মধ্যে প্রথম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ৮০০ গ্রাম।’
তিনি আরও বলেন, ‘অনেক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালে গেলে সিজার করানো হয়। সেই ধারণাটা ভুল। আমরা চেকআপ করে বাচ্চার অবস্থা ভালো থাকলে প্রসূতিকে রিস্ক বেনিফিট কাউন্সেলিং করি। তখন প্রসূতি মানসিকভাবে প্রস্তুত থাকলে নরমাল ডেলিভারিই করা হয়। নরমাল ডেলিভারিতে অনেক সময় ঝুঁকি থাকে। তবুও সবকিছু ঠিক থাকলে নরমাল ডেলিভারি করার চেষ্টা করি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।