ভারত থেকে দেশে ফিরে খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ করেন সেখানে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সদর থানায় সোমবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।
মামলার পর ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এএসআই মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এএসআই মোখলেছুর রহমান খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তরুণীকে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। তবে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারছেন। তবে তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এছাড়া তাদের কোভিড টেস্ট করতে হবে। ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।