হাফিজুর রহমান তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে মঙ্গলবার উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে জাগোনারী’র সেইফ স্পেস প্রকল্পের বার্ষিক রিপোর্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সেইফ স্পেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া মুন্নির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, মুক্তিযোদ্ধা আঃ সত্তার ফরাজী, প্রধান শিক্ষক গোলাম হায়দার, আবু তাহের, আঃ গনি, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, সাংবাদিক শাহাদাত হোসেন প্রমুখ।

উক্ত সভায় ১ জানুয়ারী ২০১৯ থেকে মার্চ ২০২২ পর্যন্ত প্রকল্পের অর্জনের রিপোর্ট পেশ করা হয়। প্রকল্পের আওতায় ৩ হাজার উপকারভোগীর মধ্যে নারী ১৫০০, কিশোর-কিশোরী ৭৫০ এবং পুরুষ ৭৫০জন। পরোক্ত উপকারভোগী ৯০০০।

সেইস স্পেস প্রকল্পের আওতায় তালতলী উপজেলার ৩টি ইউনিয়নের ১২০টি নারী দল রয়েছে। প্রকল্প থেকে রিপোর্টের সময়ের মধ্যে ৩০২টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ করা হয়েছে ১৮৫১ ও শালিস মিমাংসা করা হয়েছে ২৮১ জন।