নলছিটি প্রতিনিধি: নলছিটির দপদপিয়াতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও নির্যাতন অভিযোগ উঠেছে মুন্না বিশ্বাস(২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার(১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মামলা হয়েছে। অভিযুক্তু মুন্না বিশ্বাস নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মজিদ বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,কিশোরি সকালের দিকে জিরোপয়েন্ট এলাকায় ঘুরতে যায়।

অভিযুক্তের মুন্নার বাড়ির পাশ দিয়ে আসার সময় কিশোরিকেট খারাপ কথা বলে ও কুপ্রস্তাব দেয় কিশোরি প্রস্তাবে রাজি না হওয়ায় তার সহযোগী মাসুদ বিশ্বাস কে দিয়ে মেয়েটিকে একটি গাছের সাথে বেধে নির্যাতন চালায় ও ভয় বৃতি দেখায়।

আর বলে কারো কাছে বল্লে তোর খবর আছে। পরে কিশোরি বাসায় এসে তার মাকে সব ঘটনা জানায়। জানাযায় এর আগেও একই গ্রামে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের হুমকি দেয় মুন্না। অভিযুক্ত মুন্নার বিরুদ্ধে এলাকায় আরও অনেক ধর্ষনের হুমকির অভিযোগ রয়েছে।

অভিযুক্ত মুন্না বিশ্বাস নাকি দপদপিয়ার এক ত্রাসের নাম। পুলিশ জানায়, মুন্না বিশ্বাসের সঙ্গে ভুক্তভোগীর কিশোরির পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তার জের দরে এই কিশোরিকে নির্যাতন করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কিশোরির মা মামলা করেছেন। ঘটনা তদন্ত করে আসামিকে গ্রেফতার করা হবে।