নিজেস্ব প্রতিবেদক | ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামের আসাদুলের স্ত্রী ৪ সন্তানের জননী, বিলকিস বেগম কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিলকিস জানান ১৬ মে রবিবার ভোররাতে পাশের বাড়ির কাসেমের চাপ কলে পানি আনতে গেলে পিছন থেকে কাশেম এসে আমাকে জাপ্টে ধরে, মুখে হাতে চাপ দিয়ে তার ঘরের বেডরুমে নিয়ে যায়, এবং জোরপূর্বক ধর্ষণ করে।

সরোজমিনে ও এলাকাবাসী সূত্রে ধর্ষণের অভিযোগের ঘটনার সত্য বলে জানা যায়।

ধর্ষিতা ও স্থানীয় লোকজন জানান আমরা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে ঘটনার অবহিত করেছি।

স্থানীয় মহিলা মেম্বার জানান আমি বিলকিস ও এলাকাবাসীর মুখ থেকে দর্শনের কথা শুনেছি।

রসুলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম জানান, বিলকিস ও তার বাড়ির লোকজনের কাছ থেকে ও এলাকাবাসীর পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ পেয়েছি।

চেয়ারম্যান বলেন, ধর্ষিতা বিলকিস ও তার পরিবারকে থানার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

ধর্ষিতার স্বামী, আসাদুল জানান থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি,
প্রস্তুতি নেয়ার কথা শুনে ধর্ষণকারী কাশেম ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে নানান ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে , ও আমার বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করেছে তাই মামলা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

ধর্ষিতার স্বামী আসাদুল সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুবিচার প্রার্থনা করেন।

অভিযুক্ত কাশেমকে তার বাড়িতে পাওয়া যায়নি, মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ দেখায়।