১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ যশোরের ঝিকরগাছার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তামান্না আক্তার নূরাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে অভিনন্দন পত্র দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত অভিনন্দন পত্রে সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী তামান্না আক্তারের উদ্দেশ্য বলেন, ‘অদম্য ইচ্ছা শক্তি থাকলে সকল প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধীতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিইসি, জেএসসি, এসএসসির ন্যায় এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন। এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিতকুমার সাহা অভিনন্দন পত্র তামান্নার হাতে তুলে দেন। তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে সমাজকল্যাণ মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলে মন্ত্রী আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।