আলফাডাঙ্গা (ফরিদপুর) ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আলেক মিয়া নামে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আজ বৃহস্পতিবার বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার ওই কিশোরী গতকাল বুধবার সকালে স্থানীয় বাজারে যাচ্ছিল। এ সময় কিশোরীকে রাস্তা থেকে তুলে ঘরে নিয়ে ধর্ষণ করেন আলেক মিয়া (৬০)। পরে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি ফিরে তার মাকে ইশারা ইঙ্গিতে ধর্ষণের ঘটনা বলে। আজ বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে নিয়ে থানায় আসেন তার মা। পরে আলেক মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মামুন অর রশিদ বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই কিশোরীকে বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামি আলেক মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।