শেরপুরের ঝিনাইগাতীতে পিকনিকের বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমরে মুচরে গিয়ে ৪ মাসের এক শিশু সন্তান নিহত ও আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া এলাকায়। আহতরা হলেন, মোছা. রুজিনা (২৫), মোছা. হাসনা (৪০) ও অটো ড্রাইভার বাবুল মিয়া (৩৫)।
জানা যায়, কেন্দুয়া ধনবাড়ী থেকে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে গজনী অবকাশে আসার পথে ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া নামক স্থানে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে থাকা ৪ মাসের শিশু সন্তান ও ইজিবাইকের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। দ্রুত ঝিনাইগাতী ফায়ার সার্ভিস এর একটি দল আহতদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাসের শিশু সন্তানটি মারা যায়। বন ভোজনে আসা বাসের যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ইজিবাইকটি ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া থেকে যাত্রী নিয়ে আসছিল বলে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।