আলোর মশাল জ্বালো
মুহাম্মদ সিফাত আলমদার পাশা
চারিদিকে আগুন শুধুই দেখি আগুন,
ষড়যন্ত্র আর মিথ্যার বেড়াজলে মানবিক নীতি।
মানবিক মানুষদের বলো আগুন থামাতে,
আবারো ফিরে আসুক মাতৃভূমিতে শান্তি ।
পলেপ মাখা নেতাদের হীন স্বার্থের
ষড়যন্ত্রের কবলে,
অসহায় নারীশিশু সব হায়েনাদের বলো তোমরা
এখনই থামাতে নির্মম মৃত্যুর উৎসব।
চারিদিকে গোলাবারুদের পোড়া গন্ধ
ঐ মৃত্যু উপত্যকায় পা দিও না তোমরা
ওদের মানবতা নেই,
মৃত মানুষের পোড়া গন্ধ।
ও রক্তের ছড়াছড়ি নিত্য হলি উৎসবের
নিরীহ মানুষ বলি হওয়ার নিষ্ঠুর আনন্দ।
আর কত মৃতদেহ তাদের শান্ত করবে
আর কত প্রাণ গেলে,
মাতৃভূমিতে উড়বে শান্তির নীশান।
হে যুবক সামনে অগ্রসর হইয়ো না আর,
চারিদিকে শুনতে পাচ্ছো স্বজনহারার বুকভাঙ্গা হাহাকার।
ষড়যন্ত্রের বেড়াজাল
চিহ্ন করবার সাধ্য কার,
মানবতা নেই এমন মানুষ
এই নির্মমতা।
দেখতে কিংবা শুনতে পায়না,
আগুনের লেলিহান শিখায়
কখনো সভ্যতা গড়ে ওঠে না।
জাগ্রত হোক বিবেক,
জয় হোক আদর্শের,
জয় হোক ভালোবাসার,
জয় হোক মানবতার।
অশান্ত মাতৃভূমিকে শান্ত করো,
মরণ খেলার যুদ্ধ বন্ধ করো
আলোর মশাল জ্বালো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।