কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন অপরাধে ২৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ( ১১ নভেম্বর ) সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রৌমারী-০১,ফুলবাড়ী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন, ( রাজারহাট-০১, ভূরুঙ্গামারী-০১, রৌমারী-০১), নিয়মিত মামলায় ১১ (সদর-০৭, ভূরুঙ্গামারী-০৪), পূর্বের মামলায় গ্রেফতার ০৭ (সদর-০১, ভূরুঙ্গামারী-০৪) জনসহ মোট ২৩ জন আসামী গ্রেফতার হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।