নীলফামারীতে অভিভাবক সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় পুলিশ লাইন্স একাডেমির ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকদের নিয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুযোগ্য নীলফামারী পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়। অনুষ্ঠান শুরুতেই পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারীর শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ গ্রহণ করা হয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তৃতায় বলেন পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারীর শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তিনি সকল শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের প্রতি আরো বেশি যত্নশীল হয়ে পাঠদান করানোর আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় বলেন আগামী শিক্ষা বছর থেকেই পুলিশ লাইন্স, একাডেমি আমূল পরিবর্তন নিয়ে আত্মপ্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ লাইনস একাডেমী, প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমেদ।

আরো উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি সহকারী প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, সিনিয়র সহকারী শিক্ষক ও সমন্বয়ক জনাব রবিউল ইসলাম প্রামানিক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দ।