কুড়িগ্রামের উলিপুরে ভাই-বোনের জমাজমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সমাধান করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পুলিশের সুত্র জানায় যায়, উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার বাদী ও বিবাদী সর্বমোট ৬ ভাই ৩ বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ২০০৭ সাল হতে মামলা-মোকদ্দমা চলমান থাকার পর গত ৬ ডিসেম্বর ২০২২ তারিখ বাদি ও বিবাদী দুই পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে দফায় দফায় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে ৯ ভাই বোনদের একত্রিত হোন। পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষের দুটি অভিযোগ আসলে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম গুরুত্বের সাথে বেশ কয়েকবার উভয়পক্ষকে নিয়ে মিটিংয়ে বসেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, সামান্য জমির ভাগাভাগির চেয়ে আপন মায়ের রক্তের সম্পর্ক অনেক বেশী গুরুত্বপূর্ণ। জমি আসবে যাবে, সম্পর্ক থেকে যায়-এরকম কিছু আত্মিক বিষয় অনুভব করে পুর্বের ভুল বুঝতে পারে উভয়পক্ষ। ৯ ভাইবোনের পরিবার নানাবিধ বিবাদ মিটিয়ে একীভূত হোন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পেয়ে বাদি ও বিবাদী দুই পক্ষই সন্তুষ্ট হয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।