লালমনিরহাট পাটগ্রাম উপজেলা পরিষদে পাটগ্রাম নর্থ বেঙ্গল টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের এক মানববন্ধনে লালমনিরহাট পাটগ্রামের সাংবাদিক রশিদুলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় আকুল প্রধান নামে এক কিশোর গ্যাংয়ের নেতা ও তার কয়েক সহযোগী কর্তৃক অতর্কিত হামলার ঘটনা ঘটে দৈনিক আখিরার উপজেলা প্রতিনিধি রশিদুলের ওপর।
জানা যায়, কলেজের নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায় ইত্যাদি অভিযোগের বিরুদ্ধে উপজেলা পরিষদে একটি মানববন্ধনের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। বহিরাগত শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এমন তথ্য অনুসন্ধান করতে গিয়ে ওই সাংবাদিক কিশোর গ্যাংয়ের নেতা আকুল প্রধান কর্তৃক অতর্কিত হামলার শিকার হন। এদিকে কলেজ কর্তৃপক্ষ কিশোর গ্যাংটিকে ভাড়া করে এই হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। পরে আহত রশিদুলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।