বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার আহবায়ক শ্রী সুজিত সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, এ্যাডঃ মধুসুধন রায়, শ্রী উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বনাথ রায়, গণসংযোগ বিষয়ক সম্পাদক শ্রী সুবল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শ্রী বিভূতি ভূষণ রায় বসুনিয়া, সাধারণ সম্পাদক শ্রী জীবন রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।