যুব নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবকদের উন্নয়নে ভিএসও বাংলাদেশের সহযোগীতায়,যুব ফোরাম রংপুর বিভাগের আয়োজনে ও লালমনিরহাট জেলা যুব ফোরামের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জানুয়ারি লালমনিরহাট পৌরসভা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় যুব ফোরামের উপদেষ্টা ইলিয়াস আলী,সভাপতি মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি এম রশীদ আলী,সাধারন সম্পাদক আব্দুল মমিন।সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা যুব ফোরামের সভাপতি শহিদ ইসলাম সুজন।
আললোচনা সভা শেষে লালমনিরহাট জেলা যুব ফোরামের সাধারন সম্পাদক লাবিবা আক্তার বিভাগীয় পর্যায়ে জয়ীতা এ্যাওয়ার্ড অর্জন করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ন্যাশনাল ভলান্টিয়ার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করায় নৃত্য শিল্পিদের সনদ প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।