যুব নেতৃত্ব বিকাশ এবং স্বেচ্ছাসেবীদের মান উন্নয়নের লক্ষে ভলান্টিয়ারি ইয়ুথ ফোরাম রংপুর বিভাগের আয়োজনে, ভিএসও বাংলাদেশের সহযোগিতায় ৫ ই মার্চ দিনব্যাপী রংপুর টাউন হলে ইয়ুথ লিডার’স সামিট অনুষ্ঠিত হয়।

সামিটে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর,বিশেষ অতিথি ছিলেন মোঃ মামুন অর রশিদ সিনিয়র তথ্য অফিসার (উপপরিচালক) আঞ্চলিক তথ্য অফিস রংপুর ,ভিএসও বাংলাদেশ এর প্রজেক্টস ম্যানেজার শফিকুর রহমান,ভলান্টিয়ারি ইয়ুথ ফোরামের উপদেষ্টা ইলিয়াস আলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় যুব ফোরাম সভাপতি জামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন,কুড়িগ্রাম সভাপতি এম রশীদ আলী,গাইবান্ধা সভাপতি বেলাল হোসেন,দিনাজপুর সভাপতি বিপুল রায়,ঠাকুরগাও সভাপতি হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সাধারন সম্পাদক ওয়াসিম আকরাম, রংপুর জেলা কমিটির সদস্য গ্লোবাল এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেব শরিফুল ইসলাম প্রমূখ।

সঞ্চালনা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদ ইসলাম সুজন ও লালমনিরহাট জেলা যুব ফোরাম সাধারন সম্পাদক লাবিবা আক্তার। লোকজ সংস্কৃতি অনুষ্ঠানে অনুষ্ঠানে নৃত্য পরিচালানা করেন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এর সদস্য বৃন্দ। এই অনুষ্ঠানে রংপুর বিভাগীয় যুব ফোরামের ৫৮টি উপজেলার সভাপতি সম্পাদকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩শতাধিক স্বেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পাওয়ায় তিনজন স্বেচ্ছাসেবক কে সংবর্ধনা দেওয়া হয়।